Wednesday, February 28, 2018

"Do not get angry" ("রাগ করো না") Islamic info



It was narrated from Abu Hurayrah(may Allah be pleased with him ) that a man said to the Prophet(peace and blessings of Allaah be upon him);"Advise me, "He said: "Do not get angry". He repeated his question several times and he said: "Do not get angry."



হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর কাছে এসে বললেন, "আমাকে উপদেশ দিন ," তিনি বললেন: "রাগ করো না"। বেশ কয়েকবার তিনি বলেন: "রাগ করবে না।"

Monday, February 26, 2018

anger - easy way to relax (রাগ - শান্ত করার সহজ উপায়) Islamic info

 

 

 

Seek refuge with Allah from the devil "I know a word, the saying of which will cause him to relax. if he says, "I seek refuge with Allah from Saitan." Then all his anger will go away."- Prophet Muhammad(sm).

 
 
 

 


হজরত মোহাম্মদ (সঃ ) একদিন এক লোককে রাগান্বিত অবস্থায় দেখে বললেনঃ  "আমি একটি শব্দ জানি, যা বললে তার রাগ শিথিল হয়ে যাবে , সেটি হলো " আউজুবিল্লাহি মিনাশ-শাইতনের রাজীম ---আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে "তখন তার সমস্ত রাগ চলে যাবে।

Equal reward for followers (আহ্বানকারী, অনুসরণকারীর সমান পুরস্কার পাবে) Islamic info




أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئًا، ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئًا

“If anyone calls others to follow right guidance, his reward will be equivalent to those who follow him (in righteousness) without their reward being diminished in any respect, and if anyone invites others to follow error, the sin will be equivalent to that of the people who follow him (in sinfulness) without their sins being diminished in any respect”. --Prophet Muhammad(sm).




أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا, ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا"


যদি কেউ অন্যদেরকে সৎ  পথ  অনুসরণ করার জন্য আহবান করে, তবে তারাও সমান পরিমাণ  পুরস্কার পাবে  (যারা আহবানে সাড়া দিয়ে সৎপথ  অবলম্বন  করে তাদের পুরস্কারের  সমান ) কিন্তু   তাদের (অনুসরণকরীর ) কোনও পুরস্কার কমানো হবেনা  এবং যদি কেউ অন্যকে ভুল পথে পরিচালিত করার জন্য আমন্ত্রণ জানায়, তবে তাঁরা  সমপরিমাণ  পাপ অর্জন করবে , যারা তাদের অনুসরণ করে (পাপকাজে  লিপ্ত হয়েছে ), তাদের পাপের  কোনো অংশই  হ্রাস করা হবে না  "। হজরত মুহাম্মাদ (সঃ )

Sunday, February 25, 2018

Reward on Journey and in illness (সফর এবং অসুস্থতায়ও পুরস্কার)


when a slave (a Beliver) falls ill or travels, then he will get written to his accounts (the reward) similar to that he used to get for his good deeds practiced at home and in good health (as if he is doing them in journey and in illness)"-Prophet Muhammad(sm)










যখন একজন বান্দা  অসুস্থ হয়ে যায় অথবা সফর  করে, তখন সে তার আমলনামায়   ওই আমলগুলো  লিখা হয় , যা সে তার সুস্থ  অবস্থায়  বা ঘরে থাকা অবস্থায় আমল  করত (যেমনটা তিনি আমল করছেন সফর  এবং অসুস্থতায় ) "হজরত মুহাম্মাদ (সঃ )  








Saturday, February 24, 2018

What's the righteousness and sin(পূর্ণ্য ও পাপ )Islamic info.


It was narrated that An-Nawwas bin Sam'an Al-Ansari (ra) said;I asked the Messenger of Allah(s.a.w) about righteousness and sin, and he said; "Al-Birr (righteousness) is a good character, and sin is that which wavers in your heart and you do not want the people to find out about it."









আন -নাওয়াজ বিন সাম 'আন  আল-আনসারী হতে বর্ণিত,আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ্য  ও পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন; "পূর্ণ্য  (ধার্মিকতা) একটি ভাল চরিত্র, এবং পাপ হলো এমন একটি বিষয় যা আপনার হৃদয়-এ  সঞ্চালিত হয় এবং   আপনি মানুষকে  এটি সম্পর্কে জানাতে  চান না।"

Friday, February 23, 2018

He is a liar who tells(তিনি মিথ্যাবাদী যে বলে) Islamic info







Narrated By Masruq: Aisha(R ) said,"If anyone tells you that Muhammad has soon his Lord, he is a liar, for Allah sayhs;"No vision can grasp Him."(6.103) And if anyone tells you that Muhammad has seen the Unseen, he is a liar, for Allah says;"None has the knowledge of the Unseen but Allah."





মাসরুক (রাঃ) থেকে বর্ণিত, হজরত আয়েশা (রাঃ ) , তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কেউ যদি তোমাদেরকে বলে যে, মুহাম্মদ(সঃ ) তার পালনকর্তাকে দেখেছেন, তবে সে মিথ্যাবাদী। আল্লাহ তা'আলা বলেন," কোন দর্শনই তাকে উপলব্ধি করতে পারে না। "(6.103) আর কেউ যদি আপনাকে বলে যে,মুহাম্মদ(সঃ ) গায়েব (অদৃশ্যের জ্ঞান রাখে) , তিনি মিথ্যাবাদী, কারণ আল্লাহ বলেছেন, "আল্লাহ ছাড়া কেউই অদৃশ্যের জ্ঞান রাখেনা ।"

Wednesday, February 21, 2018

Tuesday, February 20, 2018

My brothers are those who(আমার ভাই তাঁরাই) Islamic info

I wish that I could meet my brothers." The shahabah  asked:" Aren't we your brothers?" He replied:" You are my companions, but my brothers are those who will believe in me without having seen me, "Prophet Muhammad(sm) 








আমি চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাত করতে পারি। "সাহাবা জিজ্ঞেস করলেনঃ" আমরা কি আপনার  ভাই নই? "তিনি উত্তর দিলেন:" তোমরা   আমার সঙ্গী, কিন্তু আমার ভাই  তাঁরাই  , যারা আমাকে  না দেখে আমার উপর ঈমান আনবে, "--নবী মুহাম্মদ (ছাঃ)

Monday, February 19, 2018

He will be together with Prophet (sm) (হজরত মুহাম্মদ (সঃ ) এর সাথে জান্নাতে পাশাপাশি থাকবে ) islamic info


""I and therefore the one who  takes care of an orphan, are along like this within the next world" Prophet Muhammad (sm)









হজরত মুহাম্মদ (সঃ ) এই ভাবে  দু'আঙুল উঁচা  করে বললেনঃ আমি ও সে জান্নাতে এভাবে পাশাপাশি থাকব , যে এতিমের দেখা শুনা করে।  

The best jihad (সর্ব শ্রেষ্ট জিহাদ ) Islamic info

 

The best jihad is word of justice in front of an oppressive sultan.

 
 



 

সর্ব শ্রেষ্ট জিহাদ হলো শাসকের সামনে নায্যকথা বলা যদিও  ওহা শাসকের বিরুদ্ধে হয়। -আল হাদীস 

Indeed Allah has disliked them(নিশ্চয় আল্লাহ ওদেরকে অপছন্দ করেন ) Islamic info

 
 
 
 
 
 
 



তোমাদের মধ্যে নিশ্চয় আল্লাহ ওই তিন ব্যাক্তিকে অপছন্দ করেন ; ১) কথা চালাচালিকারী   ২) সম্পদ অপব্যায়কারী  ৩) অধিক প্রশ্নকারী  -হজরত মুহাম্মদ (সঃ )

Be silent you will win(নীরব থাকুন মুক্তি পাবেন) islamic info


Never answer rudeness. once folks are  rude to you , they reveal WHO they're , not WHO you're. do not take it in person be silent.









রাগন্বিত অবস্থায়  প্রতিক্রিয়া ব্যাক্ত করবেন না। যখন লোকেরা আপনার উপর রেগে যায় তখন   তারা প্রকাশ করে যে তারা কে, আপনি কে ছিলেন তা নয় ? ব্যাপারটা নিজের গায়ে  নিবেন না, বরং নীরব থাকুন । 

Saturday, February 17, 2018

Do the alternative of what the pagans do(মুশরিকরা যা করে তোমরা তার বিপরীত কাজ করো)

 
 

The prophet Muhammad(sm) said; Do the alternative of what the pagans do. Keep the beards and cut the moustaches short.

 
 
 








নবী মুহাম্মদ বলেন; মুশরিকরা যা করে তোমরা তার বিপরীত কাজ করো , দাড়ি ছেঁড়ে রাখুন এবং মুছ কাট ছোট ছোট করে।

Knoking the door of Allah(আল্লাহর দরজায় কড়া নাড়ে ) Islamic info


As long as you are performing prayer. you are knocking the door of Allah. and whoever is knocking the door of Allah,  Allah will open it for him/her.

 
 
 






 

যতদিন যাবৎ আপনি ইবাদত  করছেন , হিসাবে আপনি আল্লাহর দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছেন  এবং যে আল্লাহর দরজায় কড়া নাড়ে , আল্লাহ তার জন্য এটি খুলবেন। -বিশিষ্ট ইসলামিক স্কলার 

Allah rememvber him with angels... (আল্লাহ তার কথা ফেরেশতাদের মজলিশে আলোচনা করে ) Islamic info

 

Allah (SWT) says; i'm in accordance with the thoughts of My slave concerning Me; and that i am with him, once he remembers ME. If he remembers ME in his heart, I conjointly bear in mind his in My heart. If he remembers ME in a very cluster, I bear in mind him in a very higher cluster (i.e. angels). If he attracts hear ME by the span of a palm, I come him by a blockish, If he attracts close to ME by a linear unit I come him by the area lined by 2 hands. If he walks towards ME, i'm going to him running ." Prophet Muhamad (sm)

 
 
 
 
 




আল্লাহ (SWT) বলেছেন; আমার সম্পর্কে আমার বান্দা যে রূপ ধারণা করে আমি তাকে ঐরূপ ফল দিই ; এবং আমি তাঁর সাথে থাকি , যখন সে আমাকে মনে মনে স্মরণ করে তখন আমিও তার হৃদয়কে স্মরণ করি। যদি সে  আমাকে একটি গ্রুপে আলোচনা করে, আমি তাকে একটি উত্তম গ্রুপ (যেমন ফেরেশতা) নিয়ে আলোচনা করি। যদি তিনি এক বিগত আমার দিকে আসে , তবে আমি তার কাছে এক হাত এগিয়ে আসি , যদি সে আমার কাছে একটি হাত এগিয়ে আসে , তবে আমি তার কাছে দুটি হাত এগিয়ে আসি । যদি সে আমার দিকে হেঁটে  আসে , তবে আমি তার কাছে দৌড়াইয়া আসি "নবী মুহাম্মদ (ছাঃ)

The Deeds most loved by Allah(আল্লাহ তা'আলা যে আমল বেশি পছন্দ করেন ) Islamic info

The Deeds most loved by Allah (are those) done regularly, even if they are small-Prophet Muhammad(sm)

 
 





আল্লাহ তা'আলা ওই আমল বেশি পছন্দ করেন যে, আমল  নিয়মিতভাবে করা হয় , এমনকি যদি উহা  ক্ষুদ্রতমও হয়-  নবী মুহাম্মদ (ছাঃ)

The key to all evil(সকল পাপ কাজের উৎস ) Islamic info



 
 

The Prophet(sm) said:"And do not drink wine, for it is the key to all evil."






রাসূলুল্লাহ (ছাঃ) বলেন: "এবং মদ পান করো না, কেননা এটি সবরকমের পাপ কাজের উৎস ।"

Allah meet his desires. (আল্লাহ তার চাহিদা পূরণ করবেন। ) Islamic info


"The Muslim is the brother of his fellow Muslim; he does not wrong him of let him down. The one who meets the wants of his brother, Allah can meet his desires. Whoever relieves a Muslim of distress, Allah can relieve him of distress on the Day of Resurrection." Prophet Muhammad(sm)

 
 






"মুসলিম তার  অপর মুসলিমের ভাইয়ের দোষ অন্নেষণ করেন না।" যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার চাহিদা পূরণ করবেন। যে কেউ মুসলমানদের সংকট থেকে মুক্ত করে , আল্লাহ তাকে  কেয়ামতের দিন কঠিন মুসিবতের থেকে মুক্ত করবেন। ।- নবী মুহাম্মদ (ছাঃ)

(On jummah's pray to Allah(জুম্মার দিনের প্রার্থনা কবুল ) Islamic info

 
 

"On Jummah there is an hour when ,if a Muslim happens to pray that time and ask Allah for something good He will give it to him: Prophet Muhammed (sm)

 
 








জুম্মার দিন এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তখন আল্লাহ তায়লা বান্দার জন্য যা ভাল তাই কবুল করেন -হজরত মুহাম্মাদ (সঃ )

Friday, February 16, 2018

Neighbors rights in islam(ইসলামে প্রতিবেশীর অধিকার ) islamic info



Prophet Muhammad (sm) said that he is not a believer whose neighbor is not safe from his annoynce.








ওই ব্যাক্তি ঈমানদার নয়, যার প্রতিবেশি তার খারাফ আচরণ থেকে নিরাপদ নয় -হজরত মুহাম্মদ (সঃ )

paying attention and keeps silent(মনোযোগ সহকারে শুনে এবং নীরব থাকে,) Jummah-Islmic info


"If anyone performs wudu properly, then involves the jummah prayer, listens to the khutbah (religious talk) paying attention and keeps silent, his sins between that jummah are forgiven , with the addition of 3 a lot of days, but who touches pebbles has caused an interruption" Prophet Muhammad(sm)" 










যদি কেউ সঠিকভাবে ওযু  করে, তাহলে শুক্রবারের জুম্মাতে  আসে, খুৎবা  (ধর্মীয় আলাপ)  মনোযোগ সহকারে শুনে এবং নীরব থাকে, তার এক জুম্মা থেকে অন্য জুম্মার  মধ্যে ছোটখাট  পাপ ক্ষমা করা হবে, সাথে আরও তিনদিন  যোগ হবে , কিন্তু সে ব্যাতিত যে  মনযোগ নষ্ট করার কাজ  করে

=হজরত মুহাম্মদ (সঃ )


The last hour of Friday(শুক্রবারের শেষ সময়ে) Islamic info

The last hour of Jummah there's no Muslim slave WHO stands and prays and calls upon Allah at that point, however God can grant that to him.














শুক্রবারের শেষ সময়ে  এমন কোন বান্দা  নেই যে সেই সময় দাঁড়ায় এবং আল্লাহকে ডাকে, কিন্তু আল্লাহ তা'আলা তার ডাকে সাড়া দেন না ।

the holy day of Jumma(পবিত্র জুম্মার দিন) Islamic info

Today is the holy day of Jumma. The best day of the week. On this day, we will make personal service as well as worship of Allah Subhantala, Doing Durod and Salam for Prophet Mohammad (peace be upon him), Qur'an recitation,(surah Kahf) charity and human services .May Allah will accept us.








আজ পবিত্র জুম্মার দিন। সপ্তাহের দিনগুলোর মধ্যে সেরা দিন.এদিনটিতে  আমরা ব্যাক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি মহান আল্লাহ সুবহানতালার ইবাদত বন্দেগী  দোআ , নবী করিম (সঃ )এর প্রতি দুরূদ ও সালাম,কোরান তিলাওয়াত ,দান -সদকা ও মানুষের সেবায় আত্ননিয়োগ করব। আল্লাহ আমাদের কবুল করুন। 

Thursday, February 15, 2018

Sunnah of Jummah(জুমার দিনের কিছু সুন্নাহ ) Islamic info



 

Jummah

 
 
 



জুমার দিনের কিছু  সুন্নাহ :

নখ কাটা 

 গোসল করা 

মিসওয়াক করা 

সুগন্দ্বি  করা 

চুলে তেল দিয়ে আঁচড়ানো 

পায়ে হেঁটে মসজিদে যাওয়া 

জুমার নামাজে 

দোআ করা (প্রথমে নিজের জন্য, তারপর মা-বাবার জন্য ,অতঃপর সকল মুসলিম উম্মাহর জন্য )

সূরা কাহাফ তিলাওয়াত করা 

প্রিয় নবী (স:) এর প্রতি বেশি বেশি দরূদ ও সালাম পাঠ করা ;

Your Jihad is that the performance of Hajj( তোমার জিহাদ হচ্ছে হজ্ব করা ) Islamic info


Narrated 'Aisha': The mother of the devoted believers; I requested the Prophet (sm) allow to participate in Jihad. however he aforementioned, "Your Jihad is that the performance of Hajj"-Prophet Muhammad(sm)

 
 
 
 
 






ঈমানদারদের মা হজরত আয়শা (রাঃ )বলেনঃ আমি রাসূলুল্লাহ (ছাঃ) -এর কাছে জিহাদে অংশগ্রহণের অনুমতি চেয়েছিলাম। কিন্তু তিনি বলেন, "তোমার জিহাদ হচ্ছে হজ্ব করা "-হজরত মোহাম্মদ (সঃ )

Return to empty (খালি হাতে ফিরিয়ে দিতে )-Islamic info

 

Verily your Lord is Generous and keep. If His servant raises his hands to Him(in supplication), He become keep to come back them empty."-Prophet Muhammad(sm)

 
 
 
 
 
 




নিঃসন্দেহে তোমার প্রভু উদার ও সম্মানিত । যদি তাঁর বান্দা তাঁর কাছে কোন কিছু প্রার্থনা করে, তবে তিনি তাদের ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন "হজরত মোহাম্মদ (সঃ )

The best charity (সেরা দান ) -Islamic info


 

The best charity is that which is practiced by a wealthy person.  and start giving first to your dependents.-Prophet Muhammad(sm)







সেরা দান হচ্ছে ঐটি; যে  সামর্থবান  ব্যক্তি  নিয়মিত দান করে এবং নিজ অধীনস্তদের দিয়ে তা শুরু করে ।-হজরাত মুহাম্মদ (সঃ )

No eye has ever seen (চোখে কখনও দেখেনি ) -Islamic info

Allah  (swt) said;"I have prepared for my pious worshipers such things as no eye has ever seen, no ear has ever heard of , and nobody has ever thought of All that is reserved, besides which , all that you have seen, is nothing-Prophet Muhammad (sm).

 
 
 
 

Jannah

 
 



আল্লাহ বলেন, "আমি আমার নেক বান্ধাদের জন্য এমন জিনিস প্রস্তুত করেছি যেগুলি কোন চোখে কখনও দেখেনি , কোন কান কখনও শুনেনি, আর কেউ কখনো এমনটি ভাবেনি , যা তাদের  জন্য সংরক্ষিত, তাছাড়া তোমরা যা দেখেছ, এ সব তুচ্ছকিছু ছাড়া নয়- নবী মুহাম্মদ (ছাঃ)।

Speak in secret(গোপনে কথা বলা ) -Islamic info



 

When 3 people are together, 2 shouldn't speak in secret, going the third alone since this might grieve him / her.-Prophet Muhammad (sm).











যখন তিনজন লোক একসঙ্গে থাকে, তখন দুজন আলাদাভাবে গোপনে কথা বলা উচিত নয়, কারণ তারা একা থাকা তৃতীয় জন মনে কষ্ট নিতে পারে।-হজরত মোহাম্মদ (সঃ )

Wednesday, February 14, 2018

Neighbour is hungry(প্রতিবেশী ক্ষুদার্থ ) Islamic info

He is not a true believer who eats his fill while his neighbour is hungry-Prophet Muhammad(sm)




                                                                                               
   



ঐ ব্যাক্তি প্রকৃত ঈমানদার হতে পারবেনা যে পেট ভর্তি করে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুদার্থ অবস্থায় থাকে -হজরত মুহাম্মদ(সঃ )

Alart !!!!! Going astray( সাবধান !!!! জাহান্নাম) Islamic info

Every innovation is misguidance and going astray. -Prophet Muhammad(sm)

   











প্রতিটি নতুন আমলই পথভ্রষ্টতা ,প্রতিটি  পথভ্রষ্টতার   পরিনাম-ই জাহান্নাম। -হজরত মুহাম্মদ (সঃ )

Child asking forgiveness for you(সন্তানেরা আপনার জন্য ক্ষমা প্রার্থনা ) Islamic info


A man will be raised in status in Paradise and He will ask; "Where did this come from?" And it will be said: By your child asking forgiveness for you."-Prophet Muhammad (sm)











কেয়ামতের একটি মানুষকে  যখন জান্নাতে প্রেরণ করা হবে তখন লোকটি  জিজ্ঞাসা করবে; "এটা কিভাবে হল ?" তখন  বলা হবে- আপনার সন্তানেরা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল । "- নবী মুহাম্মদ (সঃ )

Actually believes(প্রকৃতপক্ষে ঈমানদার ) Islamic info

None of you actually believes till he needs for his brother what he whishes for himself- Prophet Muhammad (sm).








তোমাদের মধ্যে কেউই প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবেনা , যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে, অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করে- হজরত মুহাম্মদ (সঃ )।

Meet others with smiling (হাসি মুখে সাক্ষাৎ ) Islamic info


      Don't consider any good thing insignificant even if it were that you meet your brother with smiling face-Prophet Muhammad (sm)  

                                                                  






                                          





আপনি যদি আপনার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেন তবে সেটাও একটা সাদাকা স্বরূপ -হজরত মুহাম্মদ (সঃ )

                                                                                                                    

নবী (স :) বলেন, আমি জান্নাতে একটি ঘরের গ্যারান্টি দিচ্ছি

নবী (স :) বলেন, আমি জান্নাতে একটি ঘরের গ্যারান্টি দিচ্ছি, যিনি তর্ক-এড়িয়ে যান , এমনকি যদি তিনি সঠিক অবস্থানে থাকেন; এবং আমি জান্নাতের মাঝখানে একটি ঘরের গ্যারান্টি দিচ্ছি, যেটি মিথ্যা এড়িয়ে যায় , এমনকি যদি সে মজা করে ; এবং আমি জান্নাতের সর্বোচ্চ অংশে একটি ঘরকে গ্যারান্টি দিচ্ছি, যার ভাল আচরণ আছে।

Tuesday, February 13, 2018

learn the Quran (যে কোরআন শিখে)-Islami info


The most superior among you (Muslim) are those who learn the Quran and teach it.-Prophet Muhammad (sm)









তোমাদের মধ্যে ঐ ব্যাক্তি সর্ব শ্রেষ্ট ,যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় -হজরত  মোহাম্মদ (সঃ )

Flies (মাছি ) - Islamic info


If a housefly falls within the drink of anyone of you, he ought to dip it, for one in all its wings features a sickness and therefore the different has the cure for the sickness.-Prophet Muhammad (sm)

 




 

 

 

যদি আপনার কোনও ব্যক্তির কোনো পানীয়তে মাছি পড়ে ,তবে তাকে ডুবিয়ে দিতে হবে, কারণ এর একটি পাখায় একটি রোগ রয়েছে এবং অন্যটিতে রয়েছে  রোগের নিরাময় .- হজরত মুহাম্মদ (স:)

Evil reply by forgiveness (মন্দকে ভালো দ্বারা ঢাকো )- Islamic info


You do not do evil to people who do evil to you, however you alter them with forgiveness and kindness-Prophet Muhammad (sm).





যারা মন্দ আচরণ করেছ তাদের প্রতি  মন্দ আচরণ না করে , বরং আপনি তাদের ক্ষমা ও দয়ার আচরণ করেন- হজরত মুহাম্মদ (সঃ )

Your figures & attire (তোমাদের চেহারা ও পোশাকের )-Islamicinfoctg.tk


Allah does not look at your figures, nor at your attire but He looks at your hearts and deeds-Prophet Muhammad (sm)







 

 

আল্লাহ তোমাদের চেহারাপোশাকের  প্রতি লক্ষ্য করেনা , তিনি তোমাদের অন্তর কর্ম দেখেন -হজরত মোহাম্মদ(সঃ )

first 10 days of Dhul-Hijjah (যিলহাজ্জের প্রথম দশ দিন ) - Islamic Info CTG







Merciful

No sensible deeds done on alternative days square measure superior to those done on these (first 10 days of Dhul-Hijjah)

যিলহাজ্জের প্রথম দশ দিনের আমলের সাওয়াব অন্য যে কোন দিনের চেয়ে বেশি মর্তবা রাখে।





Related Posts Plugin for WordPress, Blogger...